HomeLife History

 বাস্তবতা কতটুকু সেটা আমি দেখেছি

 বাস্তবতা কতটুকু সেটা আমি দেখেছি
Like Tweet Pin it Share Share Email

শুরুতে আমি শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের নিকট যিনি আমাকে আশরাফুল মাখলুকাত ও প্রিয় নবী, বিশ্বনবী, আখেরি নবী হযরত মোহাম্মদ (সঃ)এর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। হাজারো, লক্ষ কোটি দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর উপর।

তার পর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি আমার বাবা-মায়ের প্রতি যাদের অবদানে আমি এই দুনিয়ায় আলো বাতাস দেখেছি। অনেক আদর যত্ন করে খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটিয়ে ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছেন! মানুষ করেছেন, আমার সকল আবদার পূরন করেছেন। মা ও বাবার ঋণ কখনো শোধ করার মতো নয়। পৃথিবীতে কোন ছেলে মেয়ে কখনো শোধ করতে পারবেও না। সেই সাধ‍্যও আমার নেই।

Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *